
ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অ’ভিযান চলছে বলে জানা গেছে। বুধবার বিকেল চারটার পর এই অ’ভিযান শুরু হয় বলে জানা যায়। র্যাবের মিডিয়া শাখার এএসপি
আ ন ম ইম'রান খান বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট অ’ভিযোগের ভিত্তিতে তার বাসায় অ’ভিযান চালানো হচ্ছে। অ’ভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
বিকেল থেকে সাদা পোশাকে গোযেন্দা পু’লিশের একটি দল তার বাসা ঘিরে রাখে। এসময় লাইভে আসেন পরীমনি। তিনি বলেন, দরজায় পু’লিশ পরিচয়ে কে বা কারা ধাক্কা-ধাক্কি করছেন।
নিচের গেট ভেঙে তারা বাসার দরজায় ধাক্কা-ধাক্কি করছে। তারা তাদের পরিচয় দিচ্ছে না। থা’নায় ফোন দিয়েও কোনো সাড়া পাচ্ছেন না বলে লাইভে অ’ভিযোগ করছেন এই অভিনেত্রী।
তিনি জানান, ২০ মিনিট ধরে আমা’র বাসার গেটে ধাক্কাচ্ছে কারা যেন। আমি দরজা খুলতে ভয় পাচ্ছি। তারা বলছেন তারা পু’লিশ। অথচ আমি বনানী থা’নায় যোগাযোগ করলে তারা বলেন, আমা’দের থা’নায় থেকে কোনো পু’লিশ যায়নি।