
আমা’দের দুইজনকেও মেরেছে: ওমর সানি !নব্বই দশকদের ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ওমর সানি। তার অভিনীত অসংখ্য ব্যবসা সফল ছবি দর্শকদের মনে|গেঁথে রয়েছে।
কয়েক বছর যাবত অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এইঅভিনেতা। প্রায়ই দেশ ও দেশের মানুষের কল্যাণে পোস্ট করে থাকেন তিনি।
সম্প্রতি তিনি মুখ খুলেছেন চিত্রনায়ক আলমগীরকে নিয়ে মৃ’ত্যুর গুজব ছড়ানো নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘ইউটিউব চ্যানেলের প্রতি একটা নীতিমালা থাকা উচিত, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকা
উচিত। তা কি হচ্ছে? কতো হাজার গুঞ্জন হলে নীতিমালা করবেন? আমাকে মেরেছে কয়েকবার, মৌসুমীকেও মেরেছে। এটিএম সাহেবকে মেরেছিল অনেকবার।
আরো অনেককে মেরেছে মিথ্যা তথ্য দেয়া এবং কাল্পনিক গল্প, আজ জলজ্যান্ত আমা’দের চলচ্চিত্রের বটবৃক্ষ আলমগীর সাহেবকে মারলেন। না উনি মা’রা যাননি। উনি বেঁচে আছেন।’