নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজে’লার জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র অপূর্ব দাসকে বাঁ’চানো গেল না। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা’লের বার্ন ইউনিটে মা’রা যান তিনি।






অপূর্ব রবিবার সকালে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন। জয়রামপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন অপূর্ব ও তার মা।






বাড়ির মালিক মিজানুর রহমান জানান, অপূর্ব যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার কানে হেডফোন ও চার্জারের তার জড়ানো ছিল। এসময় তার মুখ ও বুক ঝলসানো ছিল। ঘরে তার মায়ের মাথার চুল আ’গুনে পোড়া ছিল। আ’গুনে খাট, তোশক ও আসবাবপত্রও পুড়ে যায়।





