রাজধানীতে বসবাসরতরা যেন মশার উপদ্রব থেকে রক্ষা পায় সেজন্য আম’রা কার্যক্রম শুরু করেছি। এ ব্যাপারে কোনো ঢিলেমি সহ্য করা হবে না। স্পটে কাউকে পাওয়া না গেলে তাকে চাকরি হতে বহিষ্কার করা হবে বলে জানয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।






রোববার (৭ জুন) বিকেলে রাজধানীর ২৩ নম্বর ওয়ার্ডসহ লালবাগ নবাবগঞ্জ পার্কে এই মশকমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।






তাপস বলেন, প্রতি ওয়ার্ডে ১০ জন মশক ক্রু স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নির্দেশিত স্থানে প্রতিদিন ফগিং কাজ চালাবেন।এই দশজন ক্রুর দায়িত্বে থাকবেন একজন মশক সুপারভাইজার। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি একাজে সম্পৃক্ত হওয়ায় কাজে যেমন জবাবদিহি আসবে তেমনি মশক নিধনে নাগরিকরাও চাহিদামাফিক সেবা পাবেন।






অনুষ্ঠানে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হু’মায়ুন কবীর, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ মান্নান, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মক’র্তা শাহ্ মো. ইম’দাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মক’র্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মক’র্তা এয়ার কমোডোর বদরুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।





