যে বাড়িতে কাজ করে অর্থ আয় করতেন, সে বাড়ির শি’শু সন্তানকে কোনো কারণ ছাড়াই গলা’টিপে হ’ত্যা করেন ফাতেমা আক্তার। ঘটনাটি দেখে ফেলে তারই ৭ বছরের সন্তান আরমান। পরে নিজেই মাকে পু’লিশের কাছে ধরিয়ে দেয় সে! গতকাল শনিবার চাঁদপুরের শাহরাস্তি উপজে’লার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।






হ’ত্যার পর শি’শু জান্নাতুল মা’ওয়াকে (৫) বাড়ির পাশে ডোবায় লুকিয়ে রাখেন ফাতেমা (২৫)। শি’শুটির লা’শ উ’দ্ধার করা হয়েছে। তার বাবার নাম আক্তার হোসেন (মৃ’ত)। শাহরাস্তি থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) শহিদুল ইস’লাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার মাত্র দুই ঘণ্টার ভেতরেই খু’নিকে আ’ট’ক করতে সক্ষম হই আম’রা। এ কাজে আমা’দের সবচেয়ে বেশি






সহায়তা করেছে খু’নি ফাতেমা’র ছে’লে আরমান।’ ওসি আরও বলেন, ‘হ’ত্যাকা’ণ্ডের বিষয়ে ফাতেমা কিছু না বললেও তার সাত বছরের ছে’লে ঘটনার বর্ণনা দিয়েছে। থা’নায় নি’হত শি’শু জান্নাতুল মা’ওয়ার মা কাজল রেখা বাদী হয়ে একটি মা’মলা করেছেন।’ মা’মলার এজাহার থেকে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১১টার দিকে বলশিদ তালুকদার বাড়ির শি’শুকন্যা জান্নাতুল






মা’ওয়াকে গৃহকর্মী ফাতেমা কোনো কারণ ছাড়াই গলা টিপে হ’ত্যা করে। পরে হাত ও পা বেঁধে পাশের একটি ডোবায় লুকিয়ে রাখে। এ ঘটনা ফাতেমা’র সাত বছরের ছে’লে আরমান দেখে ফেলে। পরে জান্নাতুল মা’ওয়ার নানী আনোয়ারা বেগমসহ বাড়ির লোকজন বিষয়টি তার কাছ থেকে জানতে পেরে ওই ডোবা থেকে মা’ওয়ার ম’রদেহ উ’দ্ধার করে।





