ভারতের হরিয়ানা কৈথল জে’লার একটি মোষ পান করে বিভিন্ন ব্র্যান্ডের হু’ইস্কি। বাজারে এর দাম উঠেছে ২১ কোটি টাকা। এ মহিষের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
ভারতের হরিয়ানা কৈথল জে’লার একটি মোষ পান করে বিভিন্ন ব্র্যান্ডের হু’ইস্কি। বাজারে এর দাম উঠেছে ২১ কোটি টাকা। সুলতান নামের এই মহিষটিকে প্রতিদিন বিভিন্ন ব্র্যান্ডের হু’ইস্কি পান ক’রানো হয়।
সুলতানের মালিক নরেশের দা’বি, মহিষের বীর্জ বাড়ানোর জন্যে এই হু’ইস্কি পান ক’রানো হয়। সুলতানের বয়স ৭ বছর ১০ মাস।পাঁচ বছর আগে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে সুলতানকে কিনেছিল নরেশ।
সকালের ভ্রমণে সুলতান দেশি ঘি এবং দুধ খায়। সারা বছরে সুলতান তিরিশ হাজার ডোজ সিমেন সরবরাহ করে। প্রতি ডোজ বীর্জ ৩০০ টাকায় বিক্রি হয়। তার মানে নরেশ বছরে ৯০ লক্ষ টাকা আয় করেন।