জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জে’লের জালে ধ’রা পড়েছে ৬ ফুট লম্বা ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ। শনিবার সন্ধ্যায় উপজে’লার চিকাজানীর খোলাবাড়ীর কাছে যমুনা নদীতে জে’লে মো. বাদশা মিয়া ও তার ছে’লে মো. ময়নুল হকের জালে ধ’রা পড়ে মাছটি।
পরে মাছটি সোয়া লাখ টাকায় বিক্রি করা হয়। উপজে’লার বাহাদুরাবাদ সরদার পাড়ার জে’লে মো. বাদশা মিয়া ও তার ছে’লে মো. ময়নুল হকের জালে জালে ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধ’রা পড়লে প্রথমে চ’মকে যান তারা।
তাদের ডাকে লোকজন ছুটে এলে জালে আ’ট’কে পড়া মাছটিকে টেনে তোলেন তারা। মাছটিকে বাহাদুরাবাদ সরদারপাড়া ব্রহ্মপুত্রের ঘাটে এনে পানিতে বেঁধে রাখেন। বাঘাইড় মাছটির দাম ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১ লাখ ৮০ হাজার টাকা চাওয়া হলেও বিক্রি হয় ১ লাখ ১৬ হাজার ৫০০ টাকায়।
জে’লে মো. বাদশা মিয়া বলেন, মাছটি জালে আ’ট’কে যাওয়ার পরে আম’রা ভ’য় পেয়েছিলাম। আশপাশের লোকজনদের সাহায্য নিয়ে মাছটিকে ডাঙায় তোলা হয়।
জে’লে মো. শাহার আলী বলেন, মাছটি আম’রা কিনেছি। দু’দিন থেকে পাহারা দেওয়া হচ্ছে এবং মাছটি বিক্রির প্রচারেও খরচ হচ্ছে। সব মিলে কেজি প্রতি মানানসই লাভ হলেই মাছটি আম’রা বিক্রি করে দেবো।