মানুষজনের কাছ থেকে নানা রকমের জিনিস বানরে কেড়ে নেওয়ার হাজার হাজার উদাহরণ রয়েছে। তবে এবার সব রকমের রেকর্ড ভেঙে গেছে।






জানা গেছে, একদল বানর চিকিৎসা সেবাকর্মীদের কাছ থেকে করো’না পরীক্ষার জন্য সংগ্রহ করা নমুনা ছিনিয়ে নিয়েছে। আর সেসব নমুনা থেকে করো’নাভা’ইরাস ওই এলাকায় ছড়িয়ে যাওয়ার আশ’ঙ্কা দেখা দিয়েছে।






নয়াদিল্লির মেরুত এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, করো’নার উপসর্গ থাকা তিনজনের নমুনা সংগ্রহ করেছিলেন স্বাস্থ্য সেবাকর্মীরা।






তাদের কাছ থেকে নমুনাগুলো কেড়ে নেয় বানরের দল। বানরের দলের একজন সেসব নমুনা চিবিয়ে ফেলারও চেষ্টা করেছে। মেরুত মেডিকেল কলেজের প্রধান ধিরাজ রাজ বলেন, করো’নার নমুনাগুলো পরে উদ্ধার করা হয়েছে। সেসব অক্ষত রয়েছে।






তিনি মনে করেন, এ নিয়ে ওই এলাকার মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।






সূত্র : স্ট্রেইটস টাইমস