ভারতে লক’ডাউন চলাকালীন হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। আর এ পরিস্থিতিতে লক’ডাউন তুলে নেওয়ার পক্ষপাতী নন শীর্ষ কর্মক’র্তারা। চতুর্থ দফার লকডাউন শেষে আগামী রোববার এ বিষয় নিয়ে ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।






আর্থিক কর্মকা’ণ্ডে গতি ফিরিয়ে আনতে কিছু জায়গায় লকডাউন শিথিল করা হলেও গোটা দেশে এক সপ্তাহ যাবত গড়ে ছয় হাজারের বেশি করো’না রোগী পাওয়া যাচ্ছে। গেল ২৪ ঘন্টায় এই সংখ্যা ৬ হাজার ৩৮৭ এবং মৃ’তের সংখ্যা ১৭০ জন। ভারতে আরো দু সপ্তাহ বাড়তে পারে লকডাউন






মোট সংক্রমণের প্রায় ৯০ শতাংশই হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ এই রাজ্যগুলিতে। রাজ্যগুলির মধ্যে আবার বড় শহর, যেমন মুম্বাই, পুণে, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি, চেন্নাইয়ে সংক্রমণ বেশি হচ্ছে। গোটা রাজ্যের ৭০-৮০ শতাংশ সংক্রমণ হচ্ছে বড় শহরে।





