
ঈদের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় এক ই’মামের মৃ’ত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজে’লার রুপবাটী ইউনিয়নের শেলাচাপরী মধ্যপাড়া জামে ম’সজিদে এ ঘটনা ঘটে।






মৃ’ত ই’মাম আইউব আলীর (৭০) উপজে’লার নন্দলালাপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আতাউর রহমান।






ওই ম’সজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, সকালে ম’সজিদে ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছিলেন ই’মাম আইউব আলী। নামাজ শুরু করার পর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে আর ওঠেননি তিনি। পরে মুসল্লিরা তাকে মৃ’ত অবস্থায় পায়। এদিকে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





