দিন দিন ক’রোনা পরিস্থি’তির অবনতির মধ্যে সা’ধারণ ছুটি আরও বাড়বে কিনা তা ঈদের পর বৃহস্পতি’বারে (২৮ মে) জানা যাবে বলে জানি’য়েছেন জনপ্র’শাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।






প্রধানম’ন্ত্রী শেখ হাসিনা জা’তির উদ্দেশ্যে দেওয়া ভাষ’ণে ছুটির বিষ’য়ে দিক-নির্দেশনা আসতে পারে বলেও জানান জনপ্র’শাসন প্রতিমন্ত্রী।






গত ২৬ মার্চ থেকে ক’য়েক দফা ছুটি বাড়া’নোর পর সবশে’ষ ছুটি ৩০ মে পর্যন্ত ঘোষণা করা আছে। এবার ঈদের মধ্যেই এই ছুটি পড়েছে। সোমবার (২৫ মে) ঈদ উদযা’পিত হলে সাপ্তা’হিক ছুটি শেষে ৩১ মে রো’বার অফিস খোলা হতে পারে।






ছুটি নিয়ে আর কোনো সিদ্ধান্ত আছে কিনা জান’তে চাইলে ফরহাদ হোসেন রোববার (২৪ মে) বলেছেন, আগামী বৃহস্প’তিবার একটা সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রতিদি’নই ক’রোনা’রোগী বাড়ছে, সে বিষ’য়টাও দেখতে হবে।






ক্ষুধায় যা’তে কেউ ক’ষ্ট না পায়, সবাই যেন খা’দ্য সংস্থান করে খে’তে পারে, কর্মকা’ণ্ড করতে পারে; আম'রা ভবি’ষ্যতকে অনি’শ্চিত কর’বো না। ঝ’ড় এক’টার পর একটা আসবে, বিভিন্ন দুর্যো’গ আ’মাদেরই মোকা’বিলা করতে এগোতে হবে।






প্রধানমন্ত্রী’ কাজ করে নিজে’র ভাগ্য প’রিবর্তনে’র সুযো’গ তৈরি করে দি’য়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেটা মাথা’য় রেখে হয়তো’ তিনি ছুটির বিষয়ে চি’ন্তা-ভাবনা করছেন। ঈদের আগের দিন সন্ধ্যা’য় জাতির উদ্দে’শ্যে ভাষণ দেবেন প্রধা’নমন্ত্রী শেখ হাসিনা। রো’ববা’রের ভাষণে (ছুটি) কী হবে কিনা জানি না, তবে ২৮ তারি’খের সব জানা যাবে।





