ঘূর্ণি’ঝড় আম্পান সাত’ক্ষীরার উপকূলে আ’ঘাত হা’নার আগেই খোলপে’টুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। শ্যামনগর উপজে’লার বুড়িগো’য়ালীনি ইউ’নিয়নের সোরা গ্রামের খোলপেটুয়া বাঁ’ধে বুধ’বার (২০ মে) দুপুর একটার দিকে এ ভা’ঙন দেখা দেয়।






সাতক্ষীরা পানি উন্নয়’ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌ’শলী আরিফুজ্জা’মান খান বলেন, নদীর পানির উচ্চতা স্বাভাবিকের থেকেও বেশি বৃদ্ধি পাওয়ায় কিছু কিছু স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে।






বুড়ি’গোয়ালীনি ই’উনিয়ন পরিষদের চেয়ার’ম্যান জিএম মাসুদুল আলম অব’শ্য বাঁ’ধে ভাঙ্গ’নের বিষয়’টি স্বীকা’র করেননি। তার দাবি, কপো’তাক্ষ ও খোল’পেটুয়া নদীর পানি কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায়, সোরা গ্রা’মে বাঁধ উপচে পানি ভেতরে প্রবেশ করছে। তবে বর্তমানে পানি’র মাত্রা একটু কমেছে। বাঁধটি মেরা’মতের কাজ চলছে।






শ্যাম’নগর উপজে’লা নির্বাহী অফিসার আ ন ম আবুজ’র গি’ফারী বলেন, নদীর পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে। বাঁ’ধের সঙ্গে পানির স্তর এখনও কানায় কানায় পূর্ণ। তাই চুই’য়ে চুইয়ে এলাকায় পানি ঢু’কছে।





