
আ’সন্ন ঈদকে সামনে রেখে ল’কডাউন ভেঙে কেউ পায়ে হেঁটেও গ্রা’মের বাড়ি যা’ওয়ার চেষ্টা করলে তাকে ঈদ পর্যন্ত রা’স্তাতেই রাখা হবে এবং কোথাও যেতে দেয়া হবে না বলে হুঁশি’য়ারি দিয়ে’ছেন ঢাকা মে’ট্রোপেলিটন পু’লিশের ক’মিশনার শফিকুল ইস’লাম।






আজ বু’ধবার ( ২০ মে) দুপুরে নারায়ণগঞ্জ শহরে’র মাস’দাইর এলাকায় কেন্দ্রীয় ইদগা’হ ময়দানে জে’লা পু’লিশ আয়োজিত দুস্থদের ঈদ সা’মগ্রী বিতরণে এসে তিনি এ হুঁশি’য়ারি দেন।






ডিএমপি কমি’শনার দেশব্যাপী ক’রোনার ভ’য়াবহ’তার কথা উল্লেখ করে এবারের ঈদের আন’ন্দ থেকে বিরত থাকতে সবার প্রতি আহবা’ন জানান। নিজ নিজ জে’লায় অব’স্থানসহ ঝুঁকি নিয়ে জে’লার বাইরে বহির্গ’মনের চেষ্টা না করতেও অনু’রোধ করেন তিনি।






ডিএমপি কমি’শনার জানান, ঢাকা এবং আশপা’শের জে’লাগু’লো থেকে কাউকে অন্য জে’লায় যেতে দেয়া হবে না। পা’শাপাশি বাইরের কোনো জে’লা থেকেও কাউ’কে ঢাকায় প্রবে’শ করতে দেয়া হবে না। এরই মধ্যে সব ধরণে’র গণ’পরিবহন চলা’চল বন্ধ করে দে’য়া হয়েছে।






তিনি বলেন, পু’লিশ জে’নেশুনে কাউকে মৃ’ত্যু’র মুখে পড়তে দেবে না। করো’না ভা’ইরাস সংক্রমণরোধে দেশ ও জা’তির স্বার্থে সরকা’রের নিষে’ধাজ্ঞাকে উপেক্ষা করে ঈদের অজুহাতে কেউ রাস্তায় বের হলে তাকে আটকে দেয়া হবে এবং ঈদ পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। কারো কোনো অজুহা’তকে পু’লিশ প্রশ্র’য় দেবে না।






ঈদ উপলক্ষে পু’লিশ দেশের স’ড়ক মহা’সড়ক’গুলোতে কঠোর ভূমিকা পালন করবে এবং কা’উকে ছাড় দিবে না বলেও জানিয়ে’ছেন ডিএমপি কমিশনার শফিকুল ইস’লাম





