আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে এটি একটি উপচ্ছায়া গ্রহণ। উপচ্ছায়া চন্দ্রগ্রহণের প্রথম স্পর্শ লাগছে দুপুর ১টা ০৪ মিনিটে। পূর্ণগ্রাসের সময় দুপুর ৩টে ১৩ মিনিট। চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধে ৫টা ২২ মিনিটে।
তবে এই চন্দ্রগ্রহণে সূতক কাল বিবেচ্য নয়। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হওয়ায় সূতক মান্য হবে না। সাধারণত ৯ ঘণ্টা আগে গ্রহণের সূতক আরম্ভ হয় ও গ্রহণ সমা’প্ত ির স’ঙ্গে স’ঙ্গে সূতকেরও সমা’প্ত ি ঘটে।
বছরের এই অন্তিম চন্দ্রগ্রহণটি এশিয়ার কিছু দেশের পাশাপাশি আমেরিকার কিছু অংশে দেখা যাব’ে। এ ছাড়া অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরের নানান অংশে এটি দেখা যাব’ে। দুপুরে গ্রহণ লাগায় ভারতে এটি দেখা যাব’ে না।